ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে ‘প্রতারণামূলক বিয়ের’ অভিযোগে মামলা

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে এবার প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা এ মামলা দায়ের করেন। 

জানা গেছে, গতকাল শনিবার ইসলামাবাদ পূর্ব সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে ৩৪ (সাধারণ অভিপ্রায়), ৪৯৬ (অবৈধ বিয়ে) এবং ৪৯৬বি (ব্যভিচার)-এর অধীনে অভিযোগ দায়ের করেছেন মানেকা।

গত সপ্তাহের শুরুতে মানেকা অভিযোগ করেন, ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করায় তার জীবন নষ্ট হয়ে যায়। বুশরার সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরানকে দায়ী করেন তিনি।  

১৯৮৯ সালে বুশরা ও মানেকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মানেকার অভিযোগ, তালাকের আগে বুশরার সঙ্গে ইমরান খানের পরিচয় হয়। এরপর থেকেই মানেকার অনুপস্থিতিতে তার বাড়িতে অনেক সময় কাটাতেন পিটিআইপ্রধান। যা ছিল অনৈতিক এবং অপ্রত্যাশিত।

সূত্র : ডন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here