ইমরান খানের দলের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেফতার

0

পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে লাহোরে তার বাসভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের অন্তবর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেছেন, লাহোরের সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে পুলিশের সহায়তায় দুর্নীতি দমন সংস্থা গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, দুর্নীতি মামলায় তার (এলাহীর) জামিন খারিজ করা হয়েছে। তাকে ওয়ান্টেড লিস্টে রাখা হয় এবং পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয়।

ইমরান খানের দলের নেতাকর্মীদের ওপর পুলিশ ধরপাকড় অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেফতার করা হলো। 

পিটিআই নেতা ফারুখ হাবিব বলেছেন, ইমরান খানকে সমর্থন করার জন্য পার্টির সভাপতি চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘প্রতিশোধের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’ 

পিটিআই নেতা মুনিস এলাহি তার বাবা চৌধুরী পারভেজ এলাহির গ্রেফতারের পরপরই বলেছেন, ‘তিনি ইমরান খানের দলের সাথেই থাকবেন।’ মুনিস এলাহি বলেন, আমরা পিটিআইয়ের সাথে ছিলাম এবং দলের সাথেই থাকব। সূত্র: ডন

বিডিপ্রতিদিন./কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here