পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারক এই ঘোষণা দেন।
পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল প্রশ্ন রাখেন, আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেফতার করা যায়।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিওর খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করতে জাতীয় জবাবদিহি ব্যুরোকে (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো–এনএবি) নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে হাজির করার কথা থাকলেও হাজির করা হয় ৫টা ৪০ মিনিটে। ১৫টি গাড়ির বহরে ইমরান খানকে আদালতে নিয়ে আসা হয়।
সর্বোচ্চ আদালতের এই রায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জন্য ‘স্বস্তিদায়ক’ হবে বলে খবরে বলা হয়েছে।