সোমবার হঠাৎ করেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের আদেশ দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। তাকে মঙ্গলবার সকাল দশটার পূর্বেই কমিশনের হাজির করার বিষয়ে আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এরপর শুনানি শেষে নির্বাচন কমিশনের চার সদস্যের বোর্ড ইমরানের বিরুদ্ধে করা অবমাননা মামলা ২ আগস্ট পর্যন্ত স্থগিত করে।