ইমরান খানকে মুক্তির নির্দেশ, যে প্রতিক্রিয়া জানালেন সাবেক স্ত্রী জেমিমা

0

পাকিস্তানের সুপ্রিম কোর্ট কর্তৃক ইমরান খানের মুক্তির নির্দেশের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। বৃহস্পতিবার এক শুনানিতে ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। একই সঙ্গে অবিলম্বে ইমরান খানকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

এ খবরে সন্তুষ্টি প্রকাশ করেন জেমিমা গোল্ডস্মিথ। এক টুইটে তিনি লেখেন, ‘ফাইনালি সেন্স হ্যাজ প্রিভেইলড’ (অবশেষে বোধের জয় হয়েছে)। 

তবে ইমরান খানের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আরেক সাবেক স্ত্রী রেহাম খান কোনো মন্তব্য করেননি। ইমরান খানকে মঙ্গলবার যখন গ্রেফতার করা হয়, তখনও তিনি কোনো মন্তব্য করেননি। রেহাম খান তখন বলেন, পারিবারিক এক ইভেন্টে ব্যস্ত আমি। মন্তব্য করতে পারবো না। সূত্র: জিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here