ইমরান খানকে গ্রেফতারে পিছু হটল পুলিশ-রেঞ্জার্স, বৃহস্পতিবার সকালে ফের অভিযান

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের বাসভবনের সামনে থেকে পিছু হটেছে পুলিশ। সরিয়ে নেওয়া হয়েছে রেঞ্জার্স।

মঙ্গলবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান করছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সমর্থকেরাও ইটপাটকেল ছোড়েন। ইমরানকে গ্রেফতার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকেরা।

ডনের খবরে বলা হয়েছে, দিনভর উত্তেজনার পর গ্রেফতার অভিযান বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার লাহোর হাইকোর্টের বিচারক তারিক সালিম শেখ খানকে গ্রেফতারে এই স্থগিতাদেশ দেন। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর এক পিটিশনের শুনানি শেষে তিনি এই আদেশ দেন।

এর আগে আদালত পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার, প্রাদেশিক চিফ সেক্রেটারি ও ইসলামাবাদ পুলিশের (অপারেশন্স) প্রধানকে বিকেল ৩টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন।

তোশাখানা মামলায় ইমরানকে গ্রেফতার করতে চাইছে পুলিশ। এই মামলার বেশ কয়েকটি শুনানিতে ইমরান খান অনুপস্থিত ছিলেন। এ কারণে বিচারক ইমরান খানের বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেফতারে লাহোরে পৌঁছায়।

মঙ্গলবার থেকে জামান পার্ক এলাকায় পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের থেমে থেমে সংঘর্ষ চলছে। লাহোরে জামান পার্ক এলাকায় ইমরানের বাড়িতে পুলিশ যাওয়ার পর কর্মী-সমর্থকেরা পথ অবরোধ করলে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here