পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তিন বিচারকের একটি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচাপরপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আথার মিনাল্লাহ আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হওয়া ইমরানের বিষয়ে এই আদেশ দেন।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেফতার করে দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এখনো পাকিস্তানের নানা অংশে বিক্ষোভ চলছে।
সূত্র: ডন