পাকিস্তানের সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট) ইমরান খানকে অবিলম্বের মুক্তির নির্দেশ দিয়েছেন।
আল–কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। বৃহস্পতিবার আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেন।
এর আগে শুনানি শুরুর একপর্যায়ে ইমরান খান আদালতে আসলে প্রধান বিচারপতি তাকে রোস্ট্রামে ডেকে বলেন, ‘হ্যাপি টু সি ইউ। আপনার গ্রেফতারের পর সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেশে শান্তি চাই।’
শীর্ষ বিচারক পর্যবেক্ষণে বলেন, ৯ মে হাইকোর্টের বায়োমেট্রিক কোর্টরুমে উপস্থিত ছিলেন ইমরান খান। যখন কোনো ব্যক্তি আইনের আদালতে আসেন, এর অর্থ হলো তিনি আদালতের সামনে আত্মসমর্পণ করেন। পাকিস্তানের শীর্ষ বিচারক বলন, ইমরানকে আগামীকাল (শুক্রবার) হাইকোর্টে হাজির হতে হবে।
শুনানিতে ইমরানের আইনজীবীরা আদালতকে বলেন, ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। ইমরানকে গ্রেফতার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য ছিলেন। এভাবে গ্রেফতারের মাধ্যমে আদালত অবমাননা করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো—এনএবি)।