ইমনের ঝড়ো ফিফটিতে সিলেটের বড় সংগ্রহ

0
ইমনের ঝড়ো ফিফটিতে সিলেটের বড় সংগ্রহ

ইমন-ঝড়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই রানের বন্যায় ভাসল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করেছে সিলেট। জিততে হলে রাজশাহীর করতে হবে ১৯১ রান।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তার সেই সিদ্ধান্ত যে ব্যাটারদের স্বর্গে পরিণত হবে, তা দ্রুতই বুঝিয়ে দেন সিলেটের ওপেনাররা। সাইম আইয়ুব ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ রান করে দ্রুত সূচনা এনে দেন। এরপর হজরতউল্লাহ জাজাই ১৮ বলে ২০ রান করে ফিরলেও ইনিংসের গতি ধরে রাখেন রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমন।

অভিজ্ঞ রনি তালুকদার দেখেশুনে খেলতে থাকেন, আর অন্য প্রান্তে ইমন চালান আগ্রাসী ব্যাটিং। রনি ৩৪ বলে ৪১ রান করে বিদায় নিলেও ইমনের ব্যাট থামেনি। মাত্র ২৮ বলে তিনটি চার ও চারটি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন তিনি।

শেষ দিকে আফিফ হোসেন ধ্রুবও ব্যাট হাতে ঝলক দেখান। ১৯ বলে ৩৩ রান করে শেষ ওভারে আউট হন আফিফ। আর অপর প্রান্তে অপরাজিত থেকে যান ইমন। ৩৩ বলে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন এই বাঁহাতি ব্যাটার।

রাজশাহীর পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সন্দীপ লামিচানে, যিনি দুটি উইকেট শিকার করেন। তানজিম হাসান সাকিব ও বিনুরা ফার্নান্দো নেন একটি করে উইকেট।

বিপিএলের উদ্বোধনী দিনেই এমন রানবন্যায় ম্যাচ জমে উঠেছে। এখন দেখার বিষয়, ১৯১ রানের কঠিন লক্ষ্য ছুঁতে পারে কি না রাজশাহী ওয়ারিয়র্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here