ইব্রাহিম জাদরানকে আইসিসির জরিমানা

0
ইব্রাহিম জাদরানকে আইসিসির জরিমানা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভেঙে জরিমানা গুণতে হচ্ছে আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানকে। তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত দুই বছরে এটাই তার প্রথম শাস্তি।

মঙ্গলবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের তৃতীয় ওয়ানডেতে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট দিয়ে সরঞ্জামে আঘাত করেন ইব্রাহিম। এটিকে মাঠ সংশ্লিষ্ট সরঞ্জাম অপব্যবহার হিসেবে গণ্য করেছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন ইব্রাহিম। এটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট বা মাঠ সংশ্লিষ্ট যেকোনো সরঞ্জামে অপ্রয়োজনীয় ও আগ্রাসী ব্যবহার নির্দেশ করে। এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে খেলোয়াড়কে সতর্কবার্তা, ম্যাচ ফি’র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

ম্যাচ রেফারি গ্রায়েম লা ব্রয়ের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ইব্রাহিম। তাই আলাদা শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগটি করেছেন অন-ফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানী, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here