মাঠের বাইরে আছেন ইবাদত হোসেন। হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের জুলাই থেকে মাঠের বাইরে আছেন এই পেসার।
চোটের কারণেই ছন্দে থেকেও এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলা হয়নি ইবাদতের। বিসিবির চিকিৎসা সূত্র বলছে, অস্ত্রোপচারের কারণে ইবাদতের মাঠে ফিরতে আরও সাত থেকে আট মাস লেগে যাবে।
ইবাদত বলেছেন, ‘তাড়াহুড়া করছি না। আমি যে প্রক্রিয়া অনুসরণ করছি, খুব ভালোভাবে এগোচ্ছি। গত পরশু আমার দুই পায়ের মাপ নেওয়া হয়েছে, মাসলের। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এ জন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।’
তবে খেলাটা মিস করছেন ইবাদত বলেন, ‘খেলোয়াড়, কিন্তু খেলতে পারছি না। ওরা বোলিং করছে, ম্যাচ খেলছে। কষ্ট লাগবেই। স্বাভাবিক। মনে হয় একটু বল ধরি, একটু বোলিং করি। এ জন্য সেদিন দাঁড়িয়ে একটু বোলিং করা।’ ‘বোলিংটা এখনো শুরু হয়নি। আস্তে আস্তে দৌড়ানো শুরু করব। এরপর একটু একটু করে বোলিং।’