ইন্দোনেশিয়া উপকূলে নৌকাডুবি, এখনো নিখোঁজ ৭০ রোহিঙ্গা

0

ইন্দোনেশিয়ায় গত বুধবারের নৌকাডুুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭০ জনের বেশি রোহিঙ্গা।

আচেহ প্রদেশে ওই নৌকাডুবির পর বৃহস্পতিবার পর্যন্ত ৭৫ জনের মতো রোহিঙ্গাকে স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে ওই নৌকাটি ডুবে যাওয়ার আগে সেখানে ১৫০ জনের মতো যাত্রী ছিলো।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ও ইউএনএইচসিআর এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মৃতের এই সংখ্যা নিশ্চিত করা গেলে এ বছর এটাই হবে অভিবাসনপ্রত্যাশীদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বুধবার নৌকাডুবির পর আশপাশে থাকা জেলেরা কয়েকজনে উদ্ধার করে। পরে খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষও এই উদ্ধারকাজে অংশ নেয়। তবে নৌকাটি ঠিক কোথায় ডুবেছে তা নিশ্চিত করতেই অনেকটা সময় লেগে যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here