ইন্দোনেশিয়া উপকূলে নৌকাডুবি, ৫০ রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা

0

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে ১৫০ জনের মতো যাত্রী ছিলেন।

ধারণা করা হচ্ছে, বুধবার সকালে আচেহ প্রদেশের পশ্চিম উপকূলের কুয়ালা বুবন সৈকত থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে উত্তাল সমুদ্রে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

রহমান বলেন, উদ্ধার হওয়া জীবিতরা তাকে বলেছেন, অনেকেই পানিতে ডুবে মারা গেছেন।  

তিনি সংবাদমাধ্যমকে বলেন, হতাহতের সঠিক সংখ্যা আমরা নিশ্চিত করতে পারছি না। তবে উদ্ধার হওয়া ছয়জন জানিয়েছেন- অনেকে মারা গেছেন। তাদের অনুমান, নৌকাটি ডুবে যাওয়ার সময় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে।  

যাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই সাঁতারে অক্ষম নারী ও শিশু। স্রোতে তারা সমুদ্রে ভেসে যায়। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here