ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শিবিরে হামলা ছাত্রদের

0

ইন্দোনেশিয়ায় ছাত্রদের হামলার শিকার হয়েছে মিয়ানমার থেকে যাওয়া শত শত রোহিঙ্গা শরণার্থী। তাদেরকে দেশে ফেরত পাঠানোর দাবিতে একটি কনভেনশন সেন্টারে হামলা চালায় বিপুল সংখ্যক ছাত্র। বুধবার বান্দা আচেহ শহরে এ হামলার ঘটনা ঘটেছে।

বান্দা আচেহ শহরের পুলিশের মুখপাত্র এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) একটি বিবৃতিতে বলেছে, “তারা ‘অরক্ষিত শরণার্থী পরিবারকে আশ্রয় দেওয়ার জায়গায় বিপুল সংখ্যক মানুষের আক্রমণ দেখে গভীরভাবে বিচলিত হয়েছে, যাদের অধিকাংশ শিশু নারী।”

এতে বলা হয়েছে, “জনতা পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ফেলে এবং জোর করে ১৩৭ শরণার্থীকে দুটি ট্রাকে উঠিয়ে দেওয়া হয়। তাদের বান্দা আচেহ- এর অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি উদ্বাস্তুদের হতবাক ও মর্মাহত করেছে।” সূত্র: রয়টার্স, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here