ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১, এখনো ৫ জন নিখোঁজ

0

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে এবং এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সেমারাংয়ের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকারীরা খারাপ আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা।

গত সোমবার মধ্য জাভা প্রদেশের পেকালোঙ্গান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়। এর ফলে সেতু ভেঙে পড়ে এবং গাড়ি ও ঘরবাড়ি চাপা পড়ে যায়। নিকটবর্তী শহর সেমারাংয়ের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো বলেছেন, আজ বৃহস্পতিবার সকালে আমরা ২১ জন নিহত ব্যক্তিকে খুঁজে পেয়েছি এবং আরও পাঁচজনের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছি।

ইন্দোনেশিয়ায় বর্ষাকালে সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের প্রবণতা বেশি থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু দুর্যোগ মৌসুমের পরেও ঘটছে।

দেশটিতে জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝড়ো হাওয়া দেখা দিয়েছে।
 
গত মে মাসে পশ্চিম সুমাত্রা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার ফলে কমপক্ষে ৬৭ জন মারা যায়। মারাপি পর্বতের অগ্ন্যুৎপাত থেকে ছাই, বালি এবং নুড়িপাথরের মিশ্রণ আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here