বিশ্বজুড়ে কার্টুনপ্রেমিদের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ডোরেমন’। তবে নতুন বছরের শুরুতে কার্টুনপ্রেমিদের দুঃসংবাদ দিলো ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য। দেশটিতে এ কার্টুনের সম্প্রচার সম্প্রতি চিরতরে বন্ধের ঘোষণা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার জনপ্রিয় চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন সম্প্রতি বিশ্বখ্যাত কার্টুনটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের হৃদয়ে নেমে এসেছে বিষাদের ছায়া।
নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ডোরেমন যেন ছিল পরিবারের একজন সদস্য। স্কুল শেষে টেলিভিশনের সামনে বসে নোবিতার সরলতা, জিয়ান-সুনিওর দুষ্টুমি আর ডোরেমনের জাদুর পকেটের অদ্ভুত সব গ্যাজেট উপভোগ করতেন শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও। তবে ২০২৫ সালের শেষ দিক থেকেই আরসিটিআই চ্যানেলে ডোরেমন অনিয়মিত হয়ে পড়ে।
জাপানের ফুজিকো এফ. ফুজিও ১৯৬৯ সালে সর্বপ্রথম নির্মাণ করে শিশুতোষ জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’। কার্টুনে দেখানো হয় ‘ডোরেমন’ হলো এক নীল রোবট বিড়াল। যার সঙ্গী নোবিতা ও তার বন্ধুরা।
এতে করে ইন্দোনেশিয়ার শৈশবের সোনালি দিনের স্মৃতি থেকে হারিয়ে গেল ‘ডোরেমন’। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গ নিয়ে বর্তমানে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে আশার কথা হলো ইন্দোনেশিয়ায় ‘ডোরেমন’ সম্প্রচার বন্ধ হলেও জাপানের ফুজিকো এফ. ফুজিও ‘ডোরেমন’ নির্মাণ বন্ধ করেনি। বরং নতুন এপিসোড নিয়মিত নির্মাণ করছে।

