ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

0

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। 

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ওই ফেরিটি ডুবে যায়।

রয়টার্স বলছে, ডুবে যাওয়া ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর ছয়জন বেঁচে গেছেন। সোমবার মধ্যরাতে ফেরিটি ডুবে যায় তবে এর কারণ এখনও স্পষ্ট নয়।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় শাখা থেকে মুহাম্মাদ আরাফাহ বলেছেন, ফেরিডুবির ঘটনায় নিহতদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া বেঁচে যাওয়া ব্যক্তিদের এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৭ হাজারেরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ফেরিতে চলাচল খুবই সাধারণ বিষয় এবং যাতায়াতের সময় নিম্ন নিরাপত্তামানের কারণে প্রায়ই এসব দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়াই নৌযাগুলোতে অতিরিক্ত আরোহী তোলার কারণেও এসব দুর্ঘটনা ঘটে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here