ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

0
ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ ঘটনায় এক স্প্যানিশ পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাতে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাতে আসা ওই স্প্যানিশ পরিবারের বাবা ও তার তিন সন্তান নিখোঁজ হন। জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়।

উদ্ধারকারী দল স্থানীয় সময় ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তাল সমুদ্রে তল্লাশি চালিয়ে নৌকাটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ায় রাতের বেলা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে রবিবার সকালে আবারও অনুসন্ধান শুরু হবে বলে কর্তৃপক্ষ জানায়।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানায়, স্প্যানিশ পরিবারটির মা ও এক মেয়ে, নৌকার চারজন কর্মী এবং একজন ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here