ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮

0
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮

ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আটজন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবারের ভারি বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যা পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়া পেগুনুংগানের নডুগা অঞ্চলের দুটি পৃথক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

প্রাথমিকভাবে ২৩ জন নিখোঁজ থাকার খবর জানানো হলেও, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি পরে জানান, ‘১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

তিনি আরো বলেন, নিখোঁজ বাকি আট জনের সন্ধান এখনো চলছে। 

মুহারি জানান, ওই এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, নিখোঁজদের মধ্যে ১৫ জন নদী পার হওয়ার সময় আকস্মিক স্রোতে ভেসে যান। তবে উদ্ধার হওয়া মৃতরা তারাই কিনা, তা এখনো নিশ্চিত নয়।

প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়। গত সেপ্টেম্বর মাসে বালিতে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়। এ বছরের জানুয়ারিতেও মধ্য জাভা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here