ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের লেক টোবার কাছে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১ জন নিখোঁজ হয়েছেন। রবিবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা হ্রদের তীরে অবস্থিত অঞ্চলে আঘাত হানে। এতে কয়েক ডজন বাড়িঘর, একটি গির্জা, একটি স্কুল এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।