ইন্দোনেশিয়ার একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাজধানী জার্কাতায় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পের্তামিনার একটি সংরক্ষণাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাত ৮টায় অগ্নিকাণ্ডের শুরু। এতে ওই সংরক্ষণাগারের বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। আগুনের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃতদের মধ্যে দুইটি শিশুও রয়েছে। এই অগ্নিকাণ্ডে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দমকলবাহিনী।
সূত্র: রয়টার্স