অবশেষে অপেক্ষার অবসান। ইন্ডিয়ান আইডল ১৩ এর বিজয়ীর মুকুট মাথায় তুলে নিয়েছেন ঋষি সিং। রবিবার সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো’টির জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঋষির নাম ঘোষণা করা হয়।
ছয় মাসের বেশি সময় ধরে চলা প্রতিযোগিতায় টানটান উত্তেজনার শেষ পর্বে শক্তভাবে শিরোপা দৌড়ে থাকা দেবস্মিতা রায়কে হারিয়ে দিয়েছেন ঋষি। তাই দেবস্মিতাকে প্রথম রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন চিরাগ কোতোয়াল।
এই আসরের বিচারকের দায়িত্বে ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও নেহা কাক্কার। আর সঞ্চালক ছিলেন আদিত্য নারায়ণ।
সূত্র: ইন্ডিয়া টুডে