ইন্টার মিলানের দুর্দান্ত জয়

0

ইতালিয়ান সিরি-আ’তে জয়ের ধারা বজায় রেখেছে ইন্টার মিলান। সবশেষ ম্যাচেও তারা হারিয়েছে মোনজাকে। লিগের ২০তম রাউন্ডের ম্যাচে মোনজাকে ৫-১ গোলে হারানোর মূল নায়ক লাউতারো মার্টিনেজ। এদিন জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন। 

ম্যাচে ১২তম মিনিটের মাথায় এগিয়ে যায় ইন্টার। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হাকান কালহাগলু। এরপর ১৪তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন মার্টিনেজ। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার।

শেষদিকে ম্যাচের ৮৮তম মিনিটে মার্কাস থুরাম মোনজার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। আর তাতেই ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here