ভিডিও এডিটিং একসময় জটিল কাজ হলেও এখন এটি করা যাচ্ছে সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই। শুধু থাকতে হবে ইন্টারনেট সংযোগ। ভিডিও ট্রিম, সাবটাইটেল তৈরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ট্রানজিশনের মতো সুবিধা ছাড়াও এখন এআই টুল দিয়ে ভিডিও তৈরি করাও সম্ভব।
Veed: মাল্টি ট্র্যাক টাইমলাইন, সাবটাইটেল অটো জেনারেশন, এআই টুলস রয়েছে। ফ্রি ভার্সনে ৭২০পি ভিডিও বানানো গেলেও প্রিমিয়ামে আনলিমিটেড ফিচার।
ক্যানভা: ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব শর্টসের ভিডিও তৈরিতে কার্যকর টেমপ্লেটভিত্তিক প্ল্যাটফর্ম।
ক্যাপউইং: ব্যবহার সহজ হলেও ফিচার প্রফেশনাল সফটওয়্যারের মতো। ট্রানজিশন, কিফ্রেম, সাবটাইটেল, মিউজিক অ্যাডসহ স্টক ভিডিওও রয়েছে।
মাইক্রোসফট ক্লিপচ্যাম্প: উইন্ডোজের ডিফল্ট ভিডিও এডিটর। স্ক্রিন রেকর্ডিং এবং এআইভিত্তিক টেক্সট-টু-স্পিচ সুবিধা আছে।
অ্যাডোবি এক্সপ্রেস: ভয়েস অ্যাড, গতি পরিবর্তন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা যায়। তবে মাল্টি ট্র্যাক টাইমলাইন নেই।
ফ্লেক্স ক্লিপ: প্রমোশনাল ভিডিও তৈরিতে কার্যকর। টাইমলাইন এবং স্কোরবোর্ডে কাজ করা যায়। এআই দিয়ে স্ক্রিপ্ট বা ভয়েস জেনারেশনও সম্ভব।
প্রোমো ডট কম: মূলত মার্কেটিং ও বিজ্ঞাপন ভিডিও তৈরির প্ল্যাটফর্ম। হাজারো টেমপ্লেট থাকলেও ফ্রি নয় এবং ফিচার কিছুটা সীমিত।
ওসলো: বিনামূল্যে মাল্টি ট্র্যাক টাইমলাইন, স্ক্রিন রেকর্ডিং, কমেন্টিং এবং ১০৮০পি এক্সপোর্ট সুবিধা রয়েছে।
ভিডিও নির্মাণে আগ্রহীরা অনলাইন টুলগুলো ব্যবহার করে সহজেই মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরি করতে পারেন।
সূত্র: পিসিম্যাগ