সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অনেকেই অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় পার করেন। শর্ট ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম রিলস দেখার জন্য আরও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন পন্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম।
শোনা যাচ্ছে যে, ইনস্টাগ্রাম একটি ফিচার নিয়ে কাজ করছে। আসলে যেসব আইওএস ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাপ নেই, তাদের আর রিল দেখার জন্য ওয়েব ব্রাউজারের উপর নির্ভর করতে হবে না। নতুন ফিচারের ফলে তারা অ্যাপের নেটিভ ইন্টারফেসেই রিলস দেখতে পাবেন।
রিপোর্ট অনুযায়ী, নিজেদের অ্যাপ ভার্সন ৩১৯.০.২-এ অ্যাপ ক্লিপ যোগ করেছেন ইনস্টাগ্রাম। যা আপাতত টেস্টফ্লাইটের মাধ্যমে বিটা টেস্টাররা পাচ্ছেন। যেসব ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তারা আইমেসেজ বা অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা রিলের একটি লিঙ্কে ক্লিক করে অ্যাপ ক্লিপটি ট্রিগার করতে পারেন।
ইনস্টাগ্রাম অ্যাপের নেটিভ ইউআই-এ রিল দেখার অনুমতি দেয় অ্যাপ ক্লিপ। এখানেই শেষ নয়, অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করারও অনুমতি দেয় এই নয়া ফিচার।