ইনস্টাগ্রামে গ্রাহকদের ব্যবহারের অভিজ্ঞতা সহজ ও ভালো করতেই একের পর এক ফিচার যুক্ত করছে। আপনারা ইনস্টাগ্রামে তো অনেকের সঙ্গেই চ্যাট করেন। কিন্তু কখনো চ্যাটে কারো সঙ্গে গেম খেলেছেন? মূলত অনেকেই জানেন না ইনস্টাগ্রামে গেম কীভাবে খেলতে হয়।
যদি ইনস্টাগ্রামে বেশি ফলোয়ার না থাকে বা রিল দেখতে দেখতে বিরক্ত হয়ে যান, তবে অবসর সময়ে ইনস্টাগ্রামে গেম খেলতে পারেন। আর এই গেম খেলেই ঘণ্টার পর ঘণ্টা সময় পার করতে পারবেন। এতে আলাদা করে আর কোনো টাকা খরচ করতে হবে না।
তবে এই গেম খেলার জন্য অনেক ফলোয়ার্স থাকতে হবে, তা একেবারেই নয়। এই অ্যাপটিকে অনেকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করেন। কিন্তু তাতে প্রতারণার সংখ্যা বাড়ছে। তাই তার পরিবর্তে বরং গেম খেলেই সময় কাটানো যাবে।