ইনস্টাগ্রামে জনপ্রিয় বলিউড তারকারা

0

তারকাদের ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। তাই তারকারা তাদের ভক্তদের মাঝে নিজেদের আপডেট জানাতে ব্যবহার করেন বিভিন্ন সামাজিকমাধ্যম। সব মাধ্যমের মতো ইনস্টাগ্রামে তারকারা ভীষণ সরব। এখানে তাদের মিলিয়ন মিলিয়ন ভক্ত-অনুরাগী রয়েছে। তারকারা তাদের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট ও শেয়ার করেন এখানে। ইনস্টাগ্রামে সরব  বলিউডের জনপ্রিয় কিছু তারকা নিয়ে আজকের প্রতিবেদন-

হার্টথ্রব প্রিয়াঙ্কা চোপড়া
জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ লাস্যময়ী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। বিভিন্ন মুহূর্তের ছবি তিনি সোশ্যাল সাইটে প্রকাশ করেন। তবে বিশেষ করে তিনি ইনস্টাগ্রামে সব মুহূর্তের ছবিই শেয়ার করেন। ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের কোনো কিছু বাদ যায় না তার শেয়ার থেকে। এদিকে স্বামী নিক জোনাসের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোও তিনি শেয়ার করেন ইনস্টাগ্রামে। প্রায়ই দেখা যায় তাকে স্বামী নিকের বাহুডোরে। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা ৯০.২ মিলিয়ন।

অনন্য আলিয়া ভাট
ভারতের জনপ্রিয় তারকা আলিয়া ভাট। তাকে ৮২.৪ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তিনি ব্যক্তিগত জীবন, পোষা প্রাণী এবং সিনেমার শুটিংয়ের ছবি বা ভিডিও প্রকাশ করেন।

আবেদনময়ী ক্যাটরিনা কাইফ
বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৭৯.৩ মিলিয়ন মানুষ। তিনি ব্যক্তিগত জীবনের ছবি বা ভিডিও প্রকাশ করতেই বেশি পছন্দ করেন।

অতুলনীয় দীপিকা
দীপিকা পাড়ুকোন। বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা। এ তারকাও ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ। তাকে অনুসরণ করেন ৭৮.৩ মিলিয়ন মানুষ। তিনি প্রায়ই সেখানে ছোটবেলার ছবি প্রকাশ করেন।

বেবীবম্ব নেহা কাক্কর
এ সময়ের বলিউড শিল্পীদের মধ্যে নেহা কাক্কর অন্যতম। এ শিল্পী ভক্তদের সঙ্গে তার বিশেষ মুহূর্ত শেয়ার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহার করেন। যেখানে তার অনুসরণকারীর সংখ্যা ৭৬.৯ মিলিয়ন। এ বেবীবম্ব মাঝেমধ্যে স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেন। 

শ্রীলঙ্কান ডিভা জ্যাকুলিন ফার্নান্দেজ
ইনস্টাগ্রামে জ্যাকুলিন ফার্নান্দেজের অনুসরণকারীর সংখ্যা ৬৮.৭ মিলিয়ন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাধে-ইউর মোস্ট ওয়েলকাম ভাই’ সিনেমায় অভিনয় করেন। তিনি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন।

মোস্ট ইলিজেবল সালমান
ভারতের জনপ্রিয় তারকা সালমান খান ওরফে ‘ভাইজান’ সামাজিকমাধ্যমে নিজের সিনেমার ব্র্যান্ডিং করেন। এ ছাড়াও প্রকাশ করেন ব্যক্তিগত ছবি বা ভিডিও। ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা ৬৮.৫ মিলিয়ন।

চির তরুণ অক্ষয় কুমার
বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার। তার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা ৬৭.৪ মিলিয়ন। স্ত্রী টুইঙ্কেল খান্না ও দুই সন্তান আরব ও নিতারার সঙ্গে মাঝেমধ্যে ছবি পোস্ট করেন। তা ছাড়া শুটিংয়ে ক্যামেরার পেছনের দৃশ্য এবং সিনেমার ট্রেলার প্রকাশ করেন।

সুনয়না আনুশকা শর্মা
অভিনেত্রী আনুশকা শর্মাকে ইনস্টাগ্রামে ৬৭ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। বেশির ভাগ সময় তিনি বিভিন্ন সিনেমার ব্র্যান্ডিং করতে আগ্রহী। তবে মাঝেমধ্যে স্বামী ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গেও ব্যক্তিগত ছবি প্রকাশ করতে ভোলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here