ইনজুরিতে মৌসুম শেষ লরিসের

0

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক ও অধিনায়ক হুগো লরিস উরুর ইনজুরিতে মৌসুমের শেষ চার ম্যচে খেলতে পারবেন না।

গত ২৩ এপ্রিল নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৬-১ গোলে হেরে যাওয়া ম্যাচের বিরতিতে মাঠ থেকে তুলে নেওয়া হয় ৩৬ বছর বয়সী ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লরিসকে। এরপর আর কোন ম্যাচে দেখা যায়নি টটেনহামের হয়ে ৪৪৭ ম্যাচ খেলা লরিসকে।

ফরাসি ক্লাব লিঁও থেকে ২০১২ সালে টটেহামে যোগ দেন লরিস। আগামী বছর টটেনহামের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু এ মৌসুমে লিগে বেশ কিছু ম্যাচে হারের কারণে সমালোচনার মুখেও পড়েন লরিস।

টটেনহ্যামের কোচ বলেন, ‘আমি পরের মৌসুম সর্ম্পকে কিছু বলতে পারবো না। কিন্তু মৌসুমের শেষ পর্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে লোরিস।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here