লিওনেল মেসিকে ছাড়া পুরোপুরি এলোমেলো ইন্টার মায়ামি। চোটের কারণে ইউএস ওপেন কাপের ফাইনালে মাঠে নামতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। হিউস্টন ডায়নামোর বিপক্ষে মেসিকে ছাড়া মাঠে নেমে সেদিন পরাজয়ের তিক্ত স্বাদ পায় মায়ামি। একই সঙ্গে হাতছাড়া করে শিরোপাও। ইন্টার মায়ামির জার্সিতে ইনজুরি আক্রান্ত মেসি কবে মাঠে ফিরতে পারবেন সেই প্রশ্ন এখন সকলের।
জানা যায়, মেসির ডান পায়ের পেছনের অংশে এখনও অস্বস্তি রয়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে মেসি মাঠে নামলে আরও বড় ইনজুরিতে পড়তে পারেন তিনি। ইন্টার মায়ামি নিজেদের পরের ম্যাচ খেলবে রবিবার (১ অক্টোবর) নিউইয়র্ক এফসির বিপক্ষে। ম্যাচটি ইন্টার মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ।