ডুনেডিনে আজ বুধবার সকালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করতে মাঠে নামেন কিম কটন। এর মধ্য দিয়ে তিনি প্রথম কোনো নারী আম্পায়ার হিসেবে আইসিসির টেস্ট খেলুড়ে দু’টি পূর্ণ সদস্য দেশের পুরুষ দলের টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ইতিহাস গড়েন।
এর আগে তিনি তার ক্যারিয়ারে ৫৪টি নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ২৪টি ওয়ানডেতে অন ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে নারীদের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন নিউজিল্যান্ডের এই নারী আম্পায়ার। অবশ্য এর আগে তিনি ২০২০ সালে ভারত ও নিউজিল্যান্ড পুরুষ দলের ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।