দ্বিপক্ষীয় সিরিজে ধারাবাহিক সাফল্য পেলেও বড় মঞ্চে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। একাধিকবার এশিয়া কাপের ফাইনাল খেলেছেন সাকিবরা। বিশ্বকাপ মঞ্চেও রয়েছে টুকটাক সাফল্য। কিন্তু কখনো শিরোপা উঁচিয়ে ধরা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এবার তেমনই বড় কিছুর আশা করছেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ (শুক্রবার) মিরপুরে ব্রডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলছিলেন, ‘আমরা এশিয়া কাপের রোডম্যাপ তৈরি করছি। বাংলাদেশ দল নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে আছে। আমাদের কাছে এমন কিছু করার সেরা সুযোগ রয়েছে যা বাংলাদেশ আগে করেনি। অন্যান্য দলও আমাদের মতোই প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে তাই আমরা করবো।’
হাথুরু বলেন, ‘খুব সন্তোষজনক কারণ আপনি যখন কাউকে অভিষেক দেওয়ার কথা ভাবছেন, তখন আপনার তার প্রতি দৃষ্টি প্রয়োজন এবং অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আপনি আপনার বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আস্থা অর্জন করতে হবে যেখানে আমি স্বস্তি খুঁজে পাই।’