পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইতিহাসের সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া করতে যাচ্ছে। ইউরোপে এই মহড়া অনুষ্ঠিত হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়াকে শক্তি দেখাতেই এই মহড়া করতে যাচ্ছে ন্যাটো।
এদিকে জার্মান চ্যান্সেলার ওলাফ শলৎস বলেছেন, খুব শিগগিরই তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন।
জার্মান চ্যান্সেলর বলেন, ‘শুধু যুদ্ধ শুরুর পর নয়, যুদ্ধ শুরুর আগেও আমি পুতিনের সঙ্গে সর্বদা কথা বলেছি। বেশ কিছু দিন হলো তার সঙ্গে আলাপ হয়নি। খুব শিগগিরই আমি তার সঙ্গে কথা বলব বলে মনস্থ করেছি।
পুতিনের সঙ্গে তার আলাপের একটা শর্ত থাকে এবং থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেটা হলো-রাশিয়া-ইউক্রেনের ভেতর শান্তি আলোচনা হতে হবে উন্মুক্ত। আর রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে।