ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা

0

ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালির মিলান কর্তৃপক্ষ। ১ জানুয়ারি থেকেই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। এখন থেকে দেশটির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানের রাস্তায় বা জনাকীর্ণ স্থানে ধূমপান করলে গুনতে হবে জরিমানা। তবে এমন কঠিন বিধান ভালোভাবে নেননি শহরের অনেকেই।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মিলানে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের ৪০ থেকে ২৪০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।

এর আগে ২০২০ সালে সিটি কাউন্সিলে মিলানের বায়ু মানের অধ্যাদেশ পাস করা হয়। এতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়। পরে ২০২১ সাল থেকে পার্ক, খেলার মাঠের পাশাপাশি বাস স্টপ ও ক্রীড়া স্থাপনাগুলোতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়।

নতুন নিষেধাজ্ঞার আওতায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কঠোর আইন কার্যকর হয়েছে। রাস্তাসহ সব পাবলিক স্পেসে এই আইন প্রযোজ্য হবে, তবে ‘বিচ্ছিন্ন’ অর্থাৎ যে জায়গাগুলোতে ধূমপায়ীদের কাছ থেকে অন্য ব্যক্তিরা কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখতে পারবেন, সেখানে ধূমপান করা যাবে।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, এই ব্যবস্থার অন্যতম উদ্দেশ্যে হলো- শহরের বাতাসের গুণমান উন্নত করা, নাগরিকদের স্বাস্থ্য রক্ষা, পাবলিক স্পেসে পরোক্ষ ধূমপান থেকে দূরে রাখার পাশাপাশি শ্বাসকষ্ট থেকে শিশুদের রক্ষা করা।

এদিকে, এই আইনের সমালোচনা করে মরগান ইশাক (৪৬) নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার মতে নতুন আইনটি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বাড়ির ভেতরে, বয়স্ক ব্যক্তি বা শিশুর সামনে ধূমপান না করতে রাজি, তবে আমার জন্য বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করা।

অবশ্য এই আইনের পক্ষে আছেন অধূমপায়ীরা। স্টেলিনা লম্বার্ডো (৫৬) নামে এক ব্যক্তি বলেছেন, তিনি ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞাকে সমর্থন করেন। শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক ব্যক্তিদের সুরক্ষাসহ পরিবেশের জন্যও এই আইন ঠিক আছে। সূত্র: ইউরোনিউজ, ফ্রান্স২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here