খেলাধুলা শরীর ও মনকে করে তুলে জাগ্রত। আর প্রবাসে কর্ম ব্যস্ততার মধ্যে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়া অনেকটা কষ্টের। তবুও থেমে নেই ক্রীড়াপ্রেমী প্রবাসীরা।
রবিবার ইতালির পাদোভায় তরুণ ক্রিকেটারদের আয়োজনে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১৬টি দল নিয়ে শুরু করা হয়েছে টুর্নামেন্ট।
উপস্থিত ছিলেন পাদোভা কমিউনিটির আলমগীর সরকার, আক্তার হোসেন, নোয়াখালী সমিতির সহ-সভাপতি মো. ফারুক, হাশেম খান সভাপতি ও সোহেল রানা সাধারণ সম্পাদক বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি কুমিল্লা।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পেনেল পাদোভা এবিপি। পরিচালনা করছেন নোমান, আরিফ, তানভির রেজা, আকাশ, আকবর, রিয়াজ, শিবির ও মহসিন প্রমুখ। উদ্বোধনী খেলায় পাদোভা স্টার স্ত্রা ক্রিকেট একাদশকে পরাজিত করে। আর এলসিসি ক্রিকেট একাদশ পাদোভা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে।