ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনোর মৃত্যু

0
ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনোর মৃত্যু

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এবং বিখ্যাত ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’-র প্রতিষ্ঠাতা ভ্যালেন্তিনো গারাভানি মারা গেছেন। সোমবার রাজধানী রোমে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

১৯৩২ সালে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্মগ্রহণ করা ভ্যালেন্তিনো ১৭ বছর বয়সে প্যারিসে গিয়ে ফ্যাশনের শিক্ষালাভ শুরু করেন। ১৯৬০ সালে নিজের নামের ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে জর্জিও আরমানি ও কার্ল লাগারফেল্ডের সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় শীর্ষে পৌঁছে। তাঁর তৈরি পোশাক পরেছেন এলিজাবেথ টেলর, ন্যান্সি রেগান, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টসসহ অনেক তারকা।

ভ্যালেন্তিনোর ইনস্টাগ্রাম একাউন্টে জানানো হয়েছে, তাঁর মরদেহ বুধবার ও বৃহস্পতিবার রোমের পিয়াজ্জা মিনিয়ানেল্লি-এ রাখা হবে। শুক্রবার বেসিলিকা সান্টা মারিয়া দেগলি অ্যাঞ্জেলি এ দেই মারতিরিতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা পেয়েছিলেন ভ্যালেন্তিনো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here