ইতালির বন্দর নগরী আনকোনায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফ্রেন্ড সার্কেলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গ্রীল পার্টি অনুষ্ঠিত হয়েছে। আনকোনার স্থানীয় একটি পার্কে আনন্দমুখর পরিবেশে শতাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর কিশোরীদের অংশগ্রহণে আয়োজনটি মিলন মেলায় পরিণত হয়।
ভূমধ্যসাগরের কোল ঘেঁষা বন্দর নগরীর এই পার্কে দুপুর ২টা থেকে রাত পর্যন্ত একদিকে খাওয়া-দাওয়া, অন্যদিকে আনন্দ উৎসব চলতে থাকে। প্রবাসী বাংলাদেশিদের আনন্দ উল্লাস দেখে মনে হয়েছিল ইতালি নয়, এ যেন এক খণ্ড বাংলাদেশ।
এছাড়াও কমিটির সভাপতি সাঈদ মাতুব্বর ও সাধারণ সম্পাদক সকলকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা ও নারীদের মধ্যে হাঁড়িভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।