ইউরোপের ইতালিতে ২০টিরও বেশি নদীর তীর প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশটিতে এই বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, রিমিনির উত্তর-পূর্ব উপকূল এবং ১১৫ কিলোমিটার দূরে বোলোগনা শহরের মধ্যে প্রায় প্রতিটি নদীই প্লাবিত হয়েছে। এলাকাগুলোতে প্রায় ২৮০টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
তিনি জানান, বোলোগনার দক্ষিণে তার বোটেঘিনো ডি জোকার বাড়ি বুধবার প্লাবিত হয়েছে। রাস্তা, বাড়ি ও বাগান প্লাবিত হয়েছে।
দমকলকর্মীরা বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আসতে সহযোগিতা করছে। বাসিন্দাদের মধ্যে ৯৭ বছর বয়সী নারীও ছিলেন।
৭৪ বছর বয়সী ল্যামিরি বলেন, “এর আগে কখনও আমাদের এ ধরনের বন্যা হয়নি।”
নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি জানিয়েছেন, গ্রীষ্মমন্ডলীয় পরিস্থিতি ইতোমধ্যে ইতালিতে শুরু হয়েছে। ৩৬ ঘণ্টার মধ্যে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সূত্র: বিবিসি