ইডেন গার্ডেন্স থেকেই কামব্যাকের প্রত্যাশা সূর্যকুমারের

0

একদিকে চলছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ, আর অন্যদিকে রঞ্জি ট্রফির এলিট গ্রুপের লড়াই। এই রঞ্জিতে এবার ইডেন গার্ডেন্সে হতে চলেছে মেগা লড়াই। শনিবার ইডেনে নামছে মুম্বাই ও হরিয়ানা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। মূলত নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটা আয়োজনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার জন্য বেছে নেওয়া হয়েছে ইডেন গার্ডেন্সকে। আর ইডেন গার্ডেন্স থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিচ্ছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।

অধিনায়ক হওয়ার পর থেকে সূর্যকুমার যাদব খুব একটা ভালো ফর্মে নেই। মারকুটে মানসিকতা নিয়ে ব্যাট করতে নামলেও তিনি বড় রান পাচ্ছেন না, হয় মিস হিট হচ্ছেন, নয়তো বল বুঝতে না পেরে আউট হচ্ছেন। অধিনায়কত্বের চাপ যে তার ওপর পড়েছে সেটি বোঝা যাচ্ছে। তবে তার অধিনায়কত্বে সাফল্য আসছে।

সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে উঠেছেন সূর্যকুমার যাদব ও শিভম ডুবে। এবার তারা রঞ্জিতে নামছেন ইডেনে।

হরিয়ানার বিরুদ্ধে নামার আগে সূর্যকুমার যাদব তার ফর্ম নিয়ে মুখ খুললেন। এই ডানহাতি ব্যাটার বলেন, ইডেন গার্ডেন্স আমাকে কখনো হতাশ করেনি। ইডেনের উইকেট ব্যাটারদের জন্য ভালো।’

ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবের রেকর্ড ভালো, তিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে ইডেনে রান পেয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি। এবার তিনি ইডেনেই রানে ফিরতে চাইছেন।

এই ম্যাচ নিয়ে মুম্বাই অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, আমরা ম্যাচটা নিয়ে আত্মবিশ্বাসী। দলের প্রতিটা প্লেয়ার গুরুত্বপূর্ণ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here