ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৩৩ জনকে অব্যাহতি

0

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় দায়ের হওয়া আলাদা দুই মামলা থেকে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাদের এ অব্যাহতি দেওয়া হয়।

আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেননি কোনো পক্ষই। পরে পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here