ইডেনকে দেখে আপ্লুত ধোনি!

0

ইডেন গার্ডেন্সে রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতার গ্যালারি দেখে এদিন যে কেউ দ্বিধায় পড়তে পারেন এটা কি কলকাতা নাকি চেন্নাইয়ের গ্যালারি! বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়ামটি ছেয়ে যায় চেন্নাইয়ের হলুদে। স্রেফ একটাই ধ্বনি উঠল, ধোনি, ধোনি। 

সেই ইডেনকে দেখে আপ্লুত হয়ে গেলেন স্বয়ং ধোনিও। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, ‘আমি শুধু এটাই বলব যে এভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ। (ইডেন গার্ডেন্সে আজকের ম্যাচের জন্য) প্রচুর মানুষ এসেছেন। এরপর যখন কেকেআরের ম্যাচ হবে, তাদের মধ্যে অধিকাংশ কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। সেটা নিশ্চিতভাবে বলতে পারি। তারা নিজেদের দলের প্রতি ভালোবাসা উজাড় করে দেন।’ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here