ইটভাটা সচল করার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

0

আখতার রাফি : বন্ধ ইটভাটা সচল করে দেওয়ার দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে  অবরোধ করে বিক্ষোভ করেছে ইটভাটার মালিক-শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর)  বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকার শ্রমিকরা সড়ক অবরোধ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, এবছরে সাভারে ইটভাটা সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে এখানে ভাটার মালিকদের লাখ লাখ টাকা লোকশান গুনতে হয়েছে। এছাড়া ভাটা বন্ধের ফলে অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়ছে বলে জানান তারা। অবিলম্বে বন্ধ ইট ভাটা গুলো চালু করার অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারের দেন মালিক ও শ্রমিকরা।  

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, ইটভাটা সচল করার দাবিতে ভাটার মালিক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো।দুপুর ১২ টার সময় তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here