ইছামতি নদীতে ভাসমান বাগান, সবজি চাষে সফল মোস্তাকিম

0
ইছামতি নদীতে ভাসমান বাগান, সবজি চাষে সফল মোস্তাকিম

দিনাজপুরের খানসামায় ইছামতি নদীর অনাবাদি অংশকে কাজে লাগিয়ে ভাসমান সবজি বাগান করে সাড়া ফেলেছেন স্থানীয় যুবক মোস্তাকিম ইসলাম। বাঁশের মাচা ও টবে মাটি ব্যবহার করে লাউসহ বিভিন্ন শাক-সবজি চাষ করে তিনি এখন স্থানীয়দের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

মঙ্গলবার দুপুরে সেখানে দেখা যায়, কৃষক মোস্তাকিম ইসলাম তার লাউ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর ধারে বাঁশের মাচা ও টবে মাটি দিয়ে তিনি লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

মোস্তাকিম ইসলাম বলেন, ‘নদীর এই ফাঁকা জায়গাটাকে কাজে লাগানোর চিন্তা থেকেই পরীক্ষামূলকভাবে শুরু করি। এখন পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করতে পারছি। এতে ভালোই আয় হচ্ছে। প্রায় এক হাজার টাকা ব্যয় করে ৩৫০০-৪০০০ টাকার লাউ বিক্রি হবে।’

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে বীজ ও সার প্রদান করা হয়েছে এবং নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হচ্ছে। তার এই উদ্যোগ দেখে এলাকার অন্যরাও ভাসমান সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছে।’

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘অনাবাদি ও পরিত্যক্ত জমি আবাদে উৎসাহ দিতে আমরা নিয়মিত কৃষকদের সহায়তা করছি। ভাসমান কৃষি এ অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তিগত দিকনির্দেশনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here