সামরিক অভ্যুত্থান নিয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) নাইজারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এই অবস্থায় দেশটিতে কয়েক হাজার মানুষ সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
নাইজারে সাধারণ যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে সামরিক নেতারা। কিন্তু তাদের সমর্থথনে যারা বিক্ষোভ করছে তারা অনুমতি পাচ্ছে।
গত ২৬ জুলাই নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল করতে অভ্যুত্থানে জড়িত সামরিক কর্মকর্তাদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। সময়সীমা পার হওয়ার পর সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেয় আঞ্চলিক জোটটি।
ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের ঘোষণায় অভ্যুত্থানের সমর্থক কয়েক হাজার মানুষ নাইজারের রাজধানী নিয়ামেতে বিক্ষোভ করেছ। রাজধানীর কাছে অবস্থিত ফ্রান্সের বিমানঘাঁটির সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন অনেকে। এ সময় তাঁদের ‘ফ্রান্স নিপাত যাক’ স্লোগান দিতে দেখা যায়।