ইউরো খেলবেন না কোর্তোয়া

0

চলতি মৌসুম শুরুর আগেই গত আগস্টে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান থিবো কোর্তোয়া। করানো হয় অস্ত্রোপচার। এরপর জানা যায়, আগামী বছর এপ্রিলে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু সেটাও হয়তো হচ্ছে না। এমনকি জুনে হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপেও খেলা হচ্ছে না ৩১ বছর বয়সী এই গোলরক্ষকের।

বেলজিয়ান গণমাধ্যমে এই গোলরক্ষক বলেছেন, ‘পুরোপুরি রিকভারী দরকার আমার। তাই পরিষ্কারভাবে নিজের অবস্থান জানানো দরকার। যদি ভাগ্যবান হয়ে থাকি তাহলে আগামী মে মাসে ম্যাচ খেলতে পারব কিন্তু টুর্নামেন্টের (ইউরো) জন্য প্রস্তুত হতে পারব না। ৮০-৮৫ শতাংশ ফিট হয়ে খেলতে চাই না আমি। দলকে আমি বাইরে থেকে সমর্থন দিতে চাই।’

সূত্র: রয়টার্স

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here