আগামী বছরের জুনে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরো। তার আগে গতকাল হয়ে গেছে টুর্নামেন্টটির ড্র। যেখানে গ্রুপ অফ ডেথে (মৃত্যকূপে) পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। নিজেদের গ্রুপে সঙ্গী হিসেবে নেশনস লিগের চ্যাম্পিয়ন স্পেন, গত বিশ্বকাপ সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও অপেক্ষাকৃত দুর্বল আলবেনিয়াকে পেয়েছে তারা।
ইউরোর ২৪ দলের মধ্যে ২১ দল চূড়ান্ত হয়েছে আগেই। বাকি তিনটি জায়গার জন্য প্লে-অফের লড়াইয়ে আছে ১২টি দল। আগামী মার্চে শুরু হবে প্লে-অফ পর্ব।
গ্রুপিং
গ্রুপ ‘এ’: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড।
গ্রুপ ‘বি’: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া।
গ্রুপ ‘সি’: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড।
গ্রুপ ‘ডি’: প্লে-অফ ‘এ’ জয়ী, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স।
গ্রুপ ‘ই’: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ ‘বি’ জয়ী।
গ্রুপ ‘এফ’: তুরস্ক, প্লে-অফ ‘সি’ জয়ী, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র।
প্লে-অফ ‘এ’: পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড, এস্তোনিয়া।
প্লে-অফ ‘বি’: ইসরায়েল, বসনিয়া-হার্জেগোভিনা, ইউক্রেন, আইসল্যান্ড।
প্লে-অফ ‘সি’: জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান, লুক্সেমবোর্গ।