মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ হিসেবে সমালোচনা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন কমাতে পারে।
ট্রাম্প সংবাদমাধ্যম পলিটিকোর সঙ্গে বিস্তৃত সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধ বন্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ‘ক্ষয়িষ্ণু’ ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ বা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
জবাবে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, তিনি ইউরোপে যা দেখেছেন তা হলো শক্তি, এবং কিয়েভের প্রতিরক্ষা বিনিয়োগ ও তহবিল উভয়কেই সমর্থন করছেন।
ট্রাম্প আরও বলেন, দুইজন প্রেসিডেন্ট শান্তির জন্য কাজ করছেন। ট্রাম্প নিজেই এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সংঘাত বাড়ানোর চেষ্টা করেছেন।
ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তিতে সম্মত হতে চাপ প্রয়োগ করছেন এবং মস্কোর কাছে কিছু অঞ্চল ছেড়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব দিয়েছেন।
তবে মঙ্গলবার রাতে এক্সে জেলেনস্কি ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন ও ইউরোপ যুদ্ধের অবসান সম্পর্কিত সম্ভাব্য পদক্ষেপের সমস্ত উপাদান নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং পরিকল্পনার ইউক্রেনীয় ও ইউরোপীয় অংশগুলো আরও উন্নত হয়েছে।
ট্রাম্প ইউরোপ যুদ্ধ বন্ধে সাহায্য করতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কথা বলে কিন্তু কাজ করে না, ফলে যুদ্ধ চলতেই থাকে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনীয় ও রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন, তবে এখনও পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

