ইউরোপজুড়ে ট্রাম্প-ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, যোগ দেন প্রবাসী মার্কিন নাগরিকরাও

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের নানা শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতির ঘোষণার পর অর্থনৈতিক সংকটের আশঙ্কায় মানুষ রাজপথে নেমে আসে।

শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভে অংশ নেয়া অনেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিক, যারা মূলত ডেমোক্র্যাট দলের সমর্থক।

ফ্রাঙ্কফুর্টে আয়োজিত ‘হ্যান্ডস অফ’ নামে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা ট্রাম্পের পদত্যাগের দাবি জানান। তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গণতন্ত্র রক্ষা করুন’, ‘আমাদের নিজের মতো চলতে দিন’ ও ‘ট্রাম্প, তোমার কর্মকাণ্ডে বিশ্ব ক্লান্ত—তুমি চলে যাও’।

ইউরোপের নানা শহরে ব্যাপক বিক্ষোভ

বার্লিনে টেসলার বিক্রয়কেন্দ্রের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ইলন মাস্কের বিরুদ্ধেও স্লোগান দেন। তারা বলেন, ‘ইলন, তোমাকে কেউ ভোট দেয়নি।’

প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকে প্রায় দুই শতাধিক বিক্ষোভকারী সমবেত হন। তাঁদের অনেকের হাতে দেখা গেছে—‘অত্যাচারীকে প্রতিহত করুন’, ‘আইনের শাসন বজায় রাখুন’ ও ‘গণতন্ত্র রক্ষা করুন’ লেখা ব্যানার।

এছাড়া লন্ডন ও পর্তুগালের লিসবনসহ ইউরোপের আরও কয়েকটি শহরে একই ধরনের ট্রাম্প ও মাস্কবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদের মাধ্যমে বিক্ষোভকারীরা মার্কিন প্রশাসনের নীতির বিরুদ্ধে তাদের অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here