ইউরোপকে আর অন্যদের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ নেই। নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন।
বুধবার (১৭ ডিসেম্বর) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বক্তব্যে ভন ডার লায়েন বলেন, ‘এটি কোনো বিকল্প নয়, এটি এখন অপরিহার্য।’
তিনি বলেন, ইউরোপ অন্যদেরকে তাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে দিতে পারে না। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের প্রসঙ্গ টেনে বলেন, বৈশ্বিক জিডিপিতে ইউরোপের শেয়ার কমে যাওয়ার যে কথা বলা হয়েছে, তা সঠিক। তবে যুক্তরাষ্ট্রও একই পথে এগোচ্ছে।

