ইউবিএস-ক্রেডিট সুইসে ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের শঙ্কা

0

ক্রেডিট সুইসকে অধিগ্রহণের পর ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ইউবিএস। 

নতুনভাবে কর্মকাণ্ড পরিচালনার প্রচেষ্টা হিসেবে বিশ্বজুড়ে ৩৬ হাজার কর্মীর ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাংক খাত বড় ধরনের পতনের মুখোমুখি হয়েছে। তার প্রভাব পড়তে পারে সুইস ব্যাংকটির ওপরও। ফলে বিশ্বব্যাপী পতন ঠেকাতে দ্রুততম সময়ে ক্রেডিট সুইসকে নিজেদের সঙ্গে একীভূত করে নেয় ইউবিএস। পুরো ঘটনার তত্ত্বাবধান করে সুইস সরকার। পতনের ঝুঁকি মোকাবেলার জন্য সাবেক প্রধান নির্বাহী সের্গেই এরমতিকে পুনরায় আনা হয় দায়িত্বে। প্রণীত হয় নতুন নীতিমালা। 

সনতাগস জেইতুংয়ের আশঙ্কা, ২০-৩০ শতাংশ শ্রমিক ছাঁটাই হতে পারে, সংখ্যায় যা ২৫ থেকে ৩৬ হাজার। শুধু সুইজারল্যান্ডেই ১১ হাজার ব্যক্তি চাকরি হারাতে পারেন। তবে ঠিক কোন পদের কর্মীরা ছাঁটাইয়ের প্রধান লক্ষ্যবস্তু, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: ব্লুমবার্গফ্রি মালয়েশিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here