ইউপি সদস্যের লাঠির আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু

0

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইউপি সদস্যের লাঠির আঘাতে আহত ভাই মোমিন জোয়ার্দ্দার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত মোমিন জোয়ার্দ্দার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক বিন্নি গ্রামের মৃত বারি জোয়ার্দ্দারে মেজ ছেলে। আর অভিযুক্ত ব্যক্তির নাম শামীম জোয়ার্দ্দার। তিনি চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তারা দুজনে সম্পর্কে ভাই।

এরপর অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here